নিরেন দাস জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
FacebookTwitter InstagramShare
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় রবিবার সকাল থেকে শুরু হচ্ছে।
surjodoy.com
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো, ছুটি শেষে রবিবার সকাল থেকে পুর্বেও ন্যায় যথারিতি আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
The Daily surjodoy
হিলি পানামা হিলি পোর্ট মিডিয়া উইং সোহরাফ হোসেন মল্লিক জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুুযায়ী ১৩ ই মে থেকে ১৫ই মে পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়। তবে ১৬ই মে সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy