মাসউদ রানাঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল বলেছেন , মনিটরিংয়ের মাধ্যমে আসন্ন রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণ হয়ে যাবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি কাজ করছে। তিনি সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা, ভোক্তা অধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে টাস্ক ফোর্স ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ও ইউ পি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউপি চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী, জি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা আনসার ভিডিপি'র কর্মকর্তা রিতারায়, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়ক মো. মোশারফ হোসেন প্রমুখ। সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে কথা বলেন। তারা মাদকদ্রব্য, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, যানজট নিরসন করা, শব্দ দূষণ, মাদক সেবীদে পূর্ণবাসন, চোরাচালান, চুরি-ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড, দালালদের তৎপরতা সহ ২০২২ সালে আইনে নিষিদ্ধ ফুডগ্রেডবিহীন রাসায়নিক দ্রব্য বাজারজাত করা ড্রামে খোলা ভোজ্য তেল ক্রয়-বিক্রয় বন্ধে বিষদ আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, দুষ্কৃতিকারী যেই হোক তাদের চিহ্নিত করতে হবে। কোনভাবেই তারা ছাড় পাবে না। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy