রোস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধিঃ
গত সোমবার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়া এলাকায় কাউন্সিলর সোহেল রানা ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে, বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর সিটি করর্পোশনের মেইন গেট সংলগ্ন রাস্তার সামনে অনুষ্ঠিত হলো রসিকের মানববন্ধন ও সামাবেশ। সমাবেশ থেকে দ্রুত এ হত্যার আসামীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা বলেন, সোহেল রানা ছিলেন মাদকের বিরুদ্ধে একজন স্বোচ্চার ব্যক্তি। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিরা আতঙ্কিত। এ হত্যাকাণ্ডের নেপথ্যের কুশিলবসহ জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ ছাড়াও প্রতিবাদ সমাবেশ থেকে সারাদেশের কাউন্সিলরসহ সকল জনপ্রতিনিধিদের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন-রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, মীর মো. জামাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, মনোয়ারা সুলতানা মলি, লাইকুর রহমান, হারুন অর রশিদ, প্রমুখ। এতে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরগণ ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলররা অংশ নেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy