প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ১১:৫৫ পি.এম
রহনপুর রেলষ্টেশন পরিদর্শনে রেলকর্মকর্তারা

শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলষ্টেশনকে পূনাঙ্গ রেলবন্দরে পরিনত করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রহনপুর রেলষ্টেশন সফর করেছেন রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তরা।
শুক্রবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক(অবকাঠামো) কামরুল আহসানের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রহনপুর রেল ষ্টেশন পরিদর্শন করেন। এর আগে তারা রহনপুর- সিংগাবাদ রেলপথের জিরো পয়েন্ট শিবরামপুর পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী মনিরুল ইমলাম, সিওপিএস শহিদুল ইসলাম, ডিইএন-২ আব্দুর রহিম ও এ ইএন আবু জাফর।
রেল কর্মকর্তাদের ষ্টেশনের চারপাশ ঘুরে দেখান রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, রহনপুর ষ্টেশন বাজার সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল,
সম্পাদক, সাজ্জাদ হোসেন, রহনপুর শিল্প ও বনিক সমিতি সবাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদসহ অন্যরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy