পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, সদস্য জসিম উদ্দীন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে রাঙামাটিতে ২৮৬টি প্রাইমারী স্কুল জাতীয়করণ করা হয়েছে।
তিনি আরো জানান, জেলার ৭৯টি প্রাইমারী স্কুল জাতীয়করণ পর্যায়ে রয়েছে। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হবে। এমপি এসময় শিক্ষার্থীদের দেশ এবং জাতির উন্নয়নে কাজ করারও আহŸান জানান।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি জেলার বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ৭৫৪জন শিক্ষার্থীর মাঝে ৬৫লাখ ৫০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে।
এর আগে পার্বত্যাঞ্চলের কৃষির উন্নয়নে জেলার ৮জন কৃষকের মাঝে ৮টি পাম্পমেশিন বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy