মেহেদী ইমাম, রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রাঙ্গামাটির সীমান্তবর্তী বরকল উপজেলা সদরে প্রতিষ্ঠিত বরকল রাগীব রাবেয়া কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বিশেষ গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাগীব রাবেয়া কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কলেজর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সীমান্তবর্তী দূর-দূরান্ত এলাকা থেকে আসা অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন। এছাড়া বরকল উপজেলার সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা সভায় বরকল রাগীব রাবেয়া কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সন্তোষ কুমার চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফ উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ বিজিবি বরকল জোনের উপ-অধিনায়ক মেজর আবুল বাশার মোশাররফ হোসেন, বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা, বরকল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা, বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা, বরকল থানার কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী অভিভাবক, জনপ্রতিনিধি ও কলেজের ভূমিদাতাসহ কলেজ প্রতিষ্ঠায় যারা নিরলসভাবে আন্তরিক সহযোগিতা দিয়েছেন সকলকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান সন্তোষ কুমার চাকমা। এছাড়াও অনগ্রসর ও পশ্চাৎপদ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাগীব আলীর অমূল্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
বরকল রাগীব রাবেয়া কলেজের শিক্ষক রাসেল চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন কলেজের জন্য অকাতরে অর্থ সহায়তা প্রদান করায় রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি। কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখায় তৎকালীন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল হুদাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন কলেজের অধ্যক্ষ।নৈচিং রাখাইন জানান, কলেজে বর্তমানে ৩৪৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে ও ইতোমধ্যে ৪১৭ জন শিক্ষার্থী এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ লাভ করেছে।
উল্লেখ্য, পাবর্ত্যঞ্চলের সবচেয়ে পুরাতন উপজেলা বরকল। এ উপজেলাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠা করা হলেও দীর্ঘ দিন ধরে এলাকার মানুষ শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই শিক্ষার আলোয় আলোকিত করার জন্য কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তির আগমনের কারণে ২০১৩ সালের ১ জানুয়ারি উপজেলা সদরে বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy