1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
রাঙামাটি জেলা আওয়ামীলীগের নিকট ইলিপন চাকমার অব্যাহতি চেয়ে আবেদন4
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ

রাঙামাটি জেলা আওয়ামীলীগের নিকট ইলিপন চাকমার অব্যাহতি চেয়ে আবেদন4

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৩.১০ এএম
  • ১৮০ বার পঠিত

রাঙামাটি প্রতিনিধি

 

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে অনিহা, নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরন, দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণে নিরুৎসাহিত করা সহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার অব্যাহতি চেয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগের নিকট আবেদন করেছে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ।

 

সম্প্রতি রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মোঃ মুসা মাতব্বরের নিকট নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার স্বাক্ষরিত এমন একটি আবেদন জমা হয়েছে।

 

এতে ২৬শে মার্চে স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশগ্রহণ না করা, দলের নেতাকর্মীদের কে দলীয় কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করা, গত ১৭ই মার্চ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের সময় তাকে পতাকা উত্তোলনের জন্য আহবান করা হলে তিনি পতাকা উত্তোলনে অনিহা প্রকাশ, বিগত ইউপি নির্বাচনে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কোন প্রচার-প্রচারণায় অংশগ্রহণ না করা, নেতাকর্মীদের সাথে অসৌজন্য মূলক আচারণ সহ টেন্ডার বাণিজ্য ও অধিগ্রহণ বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে দলকে মোটেও সময় দিতে না পারার অভিযোগ এনে কার্য নির্বাহী সভার দুই তৃতীয়াংশের অধিক সদস্যের দাবী ও সুনির্দিষ্ট অভিযোগের

আলোকে গঠনতন্ত্রের ৪৭ (ঞ) ধারায় ইলিপন চাকমাকে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি প্রদানে জোর দাবী জানানো হয়।

 

এবিষয়ে রাঙামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নিকট জানতে চাইলে তিনি বলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব স্বাক্ষরিত একটি আবেদন আমার নিকট এসেছে। এটা আমাদের দলীয় বিষয়। দলীয়ভাবেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা যায়, গত রোববার (১৬ই এপ্রিল) সকালে দলীয় কার্যালয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টুর সঞ্চালনায় বিশেষ এক কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা সাংগঠনিক ভাবে ইলিপন চাকমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এছাড়াও স্বাধীনতা এবং জাতীয় দিবসে নিরুৎসাহিত করে দলীয় নেতার সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড শোনানো হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের ৭১(একাত্তর) জন সদস্যের মধ্যে ৫১ (একান্ন) জন সদস্য উপস্থিত ছিলেন।

 

এবিষয়ে আব্দুল ওহাব হাওলাদার বলেন, আমি কার্য নির্বাহী সভায় সকল নেতৃবৃন্দের কথা ও অভিযোগ শুনেছি। একজন কর্মির অডিও রেকর্ড শুনেছি। এখানে সাধারণ সম্পাদক ইলিপন চাকমা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে যে মন্তব্য করেছেন, তিনি দায়িত্ব শীল ব‍্যক্তি হয়ে এ ধরনের মন্তব্য দিতে পারেন না। তার মন্তব্য টি গঠনতন্ত্র পরিপন্থি। কার্য নির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয় জেলা আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।

 

কার্যনির্বাহী এই সভায় নেতাকর্মীরা ইলিপন চাকমা বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনসার আলী। তিনি বলেন, ইলিপন চাকমা পদে আসার পর থেকে দলের পুরাতন নেতাকর্মীদের খোঁজ নেন না। আওয়ামী লীগে যোগদান করা নতুন কিছু ছেলেদের নিয়ে ক্যাডার ভিত্তিক রাজনীতি করছেন তিনি। এসব ছেলেদের সে জেলা পরিষদ থেকে সাহায্য সহযোগিতা দিয়ে লালন করছেন। জেএসএস ও সংস্কার সহ আঞ্চলিক দলের লোকদের সে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে নানিয়ারচর থেকে আওয়ামীলীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।

 

দলের কার্যনির্বাহী ওই সভায় দলীয় নেতাকর্মীদের অনাস্থাপ্রস্তাবের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের আরেক সহ সভাপতি ফারুক মৃধা বলেন, আমি ঐদিন কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলাম না। তবে দলের অভ্যন্তরে একটি গুঞ্জন চলছে। এটা আসলে ইলিপন চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কান্তি দাসের প্রভাবে এই ষড়যন্ত্র শুরু হয়েছে।

 

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ধর্মেশ খীশা বলেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের বাধা প্রদান করা এটা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। রেকর্ডটি শোনার পর আমরা সকলেই হতাশ হয়েছি। দলের একজন গুরুত্বপূর্ণ পদে থেকে তার দায়িত্বশীল হওয়ার প্রয়োজন ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

 

দলটির যুগ্ন সম্পাদক জিল্লুল মজুমদার বলেন, ইলিপন চাকমা পদে আসার পরে এবং রাঙামাটি জেলা কাউন্সিল হওয়ার পর থেকে সে দলীয় বিভিন্ন অনুষ্ঠানে তেমন অংশগ্রহণ করেন না। নেতাকর্মীদের সাথে তিনি অসৌজন্য মূলক এবং অনেক সময় দুর্ব্যবহার করেন। গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে তিনি সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা হারিয়েছেন। আমরা তার পদত্যাগ চাই।

 

এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত বলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি দ্বায়িত্বে আসার পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। জাতীয় ও দলীয় বিভিন্ন অনুষ্ঠান করতে গিয়ে খুব কম সংখ্যক মানুষ উপস্থিত হতে দেখা যায়।

 

এবিষয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভুঁইয়া বলেন, যেখানে চাকরি বাণিজ্য, প্রধানমন্ত্রীর ঘরের মালিকদের কাছ থেকে ৫০-৬০হাজার টাকা গ্রহণ ও নৈতিক স্খলন জনিত কারণে আমরা নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে অভিযোগ করব সেখানে তিনি কিভাবে ইলিপন চাকমার বিরুদ্ধে অভিযোগ আনেন।

 

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার নিকট এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, যারা চাকরি বানিজ্য করেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবার সমূহ থেকে অর্থ গ্রহণ করেন এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এমন একটি মহল আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের থেকে জানা যাবে আমি দলের জন্য কতটুকু সময় দিই।

 

এবিষয়ে তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বললে তারা জানায়, একে অন্যের প্রতি অভিযোগের তীর না ছুড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দীপংকর তালুকদার এমপি’কে বিজয়ী করার লক্ষ্যে ও জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews