প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ৬:১৮ পি.এম
রাঙ্গামাটির পার্বত্য অঞ্চলে পালিত হলো বৈশাখীর ফুল বিঝু উৎসব

মজিবর রহমান
পাহাড়ি সমাজে যুগ যুগ ধরে পালন করে আসা ঐতিহ্যবাহী সংস্কৃতি "বিঝু"।প্রতি বছরের মতো পার্বত্য চট্টগ্রাম সহ সকল পাহাড়িদের মাঝে ফুল বিঝু উৎযাপন হয়েছে এই উতসব। ঐতিহ্যবাহী ফুল বিঝু উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা
বছর শেষে বিদায়ের আয়োজন ও চাকমা রিদিসুদোম(নিয়ম) অনুসারে সোমবার (১২ এপ্রিল) প্রথম প্রহরে পশুপাখির ঘুম ভাঙার আগে ফুল সংগ্রহ করা।এরপর নদীতে গোসল করে নদীর ধারে কলাপাতায় ফুল সাজিয়ে মোমবাতি প্রজ্বলন করে গোংয়া মাকে স্বরণ করা, বাড়ির সব দরজার, গরু ঘর,মুরগি ঘর,ছাগল ঘরসহ ফুল দিয়ে সাজানো। গরু গলায় ও ছাগলের গলায় ফুলের মালা পড়ানো।
এরপর বয়স্ক ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে গোসল করানো,খেলাধুলা সহ বিভিন্ন আনন্দ উৎসব করা হয়।
এইদিকে করোনা মহামারীর কারণে প্রতি বছরের তুলনায় এই বছর সরকারের দেওয়া সকল বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে সকল উৎসব অনুষ্ঠিত হচ্ছে সীমিত ও ঘরোয়া ভাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy