মেহেদী ইমাম, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির মানিকছড়িতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ মে) সকালে রাঙ্গামাটি জেলা শহরের প্রবেশ মূখ মানিকছড়ি থেকে তক্ষক পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে ফাঁড়ি পুলিশ সদস্যরা।
এসময় আটককৃতদের কাছ থেকে ৭টি তক্ষক ও একটি মোটর সাইকেল (ফেনী-ল ১১৫৪৩৫) জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলো, খাগড়াছড়ির মাইসছড়ি এলাকার সুইনংমং মারমা (৫০) ও মহালছড়ি এলাকার প্রিয়ময় চাকমা (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি চেকপোষ্টে অভিযান চালায় পুলিশ। এসময় একটি মোটরসাইকেল কে সিগনাল দিলে চালক ও আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমতাবস্থায় পুলিশ ও স্থানীয়রা ২জনকে ধরে ফেললেও অপর জন পালিয়ে যায়।
এবিষয়ে কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানান, বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy