রকসী সিকদারঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা, বেতবুনিয়া সীমানা ও উত্তর পোমরায় গতকাল সারা দিন মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে
পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন,২০১৩(সংশোধন আইন ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০)এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে।অভিযানে মেসার্স বার আউলিয়া ব্রিকস (BRB),মেসার্স মাইজভান্ডারি ব্রিকস (MBB)কে ভাটার চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মেসার্স পোমরা রাঙ্গুনিয়া ব্রিকস ম্যানু (PRB) কে ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে সহ পাহাড় কাটার দায়ে ম্যানেজার আনোয়ার হোসেনকে থেকে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান,রিসার্চ অফিসার, মোঃ আশরাফ উদ্দিন।আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র্যাব-০৭ রাঙ্গুনিয়া থানার পুলিশ,এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গুনিয়া স্টেশনের সদস্যগন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy