প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২১, ৩:২৮ পি.এম
রাঙ্গুনিয়ায় ইয়াবা ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলো জনতা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় ইমতিয়াজ হোসেন রানা (২২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড গোদারপাড় এলাকা থেকে তাকে ধরা হয়। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল এলাকাবাসীকে সাথে নিয়ে ইয়াবাবিক্রিকালে তাকে ধরে পুলিশে দিয়েছে। গ্রেপ্তার রানা ওই এলাকারি আবদুল হাইয়ের ছেলে।
রাঙ্গুনিয়া থানার এসআই মাহমুদুল করিম বলেন, গ্রেপ্তার রানাকে সোমবার (১ মার্চ) মাদক আইনে মামলা দিয়ে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
ইউপি সদস্য মো. বেলাল বলেন, গোদারপাড় স্থানীয় মোহাম্মদ আলীর নামে নির্মাণাধীন একটি বসতঘরে রাত সাড়ে ১২টার দিকে সে মাদক বিক্রির উদ্দেশ্যে যায়। এসময় কয়েকজন ইয়াবা ক্রেতা তার কাছ থেকে মাদক কিনতে গিয়েছিল। গোপন সংবাদে খবর পেয়ে স্থানীয় কৃষক মোহাম্মদ রফিক, মো. ইয়াকুব ও ওবাইদুলসহ এলাকাবাসীদের নিয়ে তাকে হাতেনাতে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। পরে রাঙ্গুনিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ইতিপূর্বেও তাকে মাদক সেবনকালে এলাকাবাসী ধরেছিল। তবে তার মা-বাবার অনুরোধে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় দিন দিন মাদক বেপরোয়া আকার ধারণ করছে। এই নিয়ে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় বার বার বলা হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো এসবের কারণে এলাকায় দিন দিন চুরি-ছিনতাই বেড়েই চলছে। এই ব্যাপারে পুলিশি টহল জোরদারসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy