মিরপুরের লালকুঠি এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্রের আঘাতে গুরুতর আহত ইলেকট্রিশিয়ান শুভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু হয় শুভর।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫ই সেপ্টেম্বর রাত ন'টায় রিকশায় করে কাউন্দিয়া বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন শুভ। রাত ৯টায় লালকুঠি তিনতলা মসজিদের বাজারের পেছনে অতুলের নেতৃত্বে প্রদীপের কিশোর গ্যাং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শুভকে। মাদক ব্যবসায় প্রদীপ অতুলকে সহযোগীতা না করায় এমন হত্যা দাবি শুভ'র পরিবারের।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করে শুভ'র পরিবার আরো জানায়, এর আগেও মাদক ব্যবসায় নিজেদের পক্ষে কাজ করতে শুভকে হামলা করা হয়েছিলো। গ্যাং এর নেতা জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজের নেতা ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপকর্ম চালিয়ে আসছিলো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy