রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
FacebookTwitterShare
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘কিশোর গ্যাংয়ের’ ১১ সদস্যকে আটক করেছে র্যাব-২। এ সময় তাদের থেকে ৩টি লম্বা ছুরি, ২টি চাকু, ২টি লোহার তৈরি ছুরি, ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।
রোববার দুপুরে র্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
Surjodoy.com
আটকদের মধ্যে কিশোর গ্যাং ‘পাটালী’ গ্রুপের ৩ জন সদস্য হলো, শরিফুল ইসলাম ওরফে পিয়াল, আলী হোসেন ও চাঁন মিয়া। অপরদিকে কিশোর গ্যাং ‘অ্যালেক্স ইমন’ গ্রুপের ৮ জন সদস্য হলো, রাব্বি ইসলাম ওরফে আকাশ, রনি খান, আরিফ হোসেন ওরফে রিফাত, আবির, রনি, সাগর, রায়হান ও মো. রবিউল ইসলাম।
The Daily surjodoy
এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ২ নম্বর গেটের সামনে এবং বেড়িবাঁধ রোডের আজিজ খান রোড এলাকায় পৃথক অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুটি গ্রুপের মোট ১১ জনকে আটক করা হয়। তারা সবাই কিশোর গ্যাং গ্রুপের সদস্য।
The Daily surjodoy
তিনি জানান, আটক এই কিশোর অপরাধীরা বিভিন্ন নির্জন স্থানে পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
The Daily surjodoy
আটক আসামিরা ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং আধিপত্য বিস্তারের নেশায় মারামারি করে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy