নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বৃহস্পতিবারের মহাসমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিতে পারে বিএনপি। এই সময়ের মধ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে ৩০ জুলাই থেকে সপ্তাহব্যাপী লাগাতার কর্মসূচি দেয়ার কথাও ভাবছে দলটি। বিএনপি নেতারা বলছেন, কর্মসূচির ধরন নির্ভর করবে মহাসমাবেশ নিয়ে সরকারের আচরণের ওপর।
বিএনপির বৃহস্পতিবারের সমাবেশের মূল লক্ষ্য সরকারকে পদত্যাগে বাধ্য করা। আর তাই মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল নামাতে চায় দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।
বিএনপি নেতারা বলছেন, বৃহস্পতিবারের মহাসমাবেশ থেকে আসতে পারে নতুন কর্মসূচি। এখন থেকে লাগাতার কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে নেতাকর্মীরা।
দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘আমরা কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের কর্মসূচি একটি নীতিতে নির্ধারিত হয়। সেটা আমরা শান্তিপূর্ন প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। এটাই হচ্ছে আমাদের সব কর্মসূচির মূল কথা।’
যেকোনো বাধা উপেক্ষা করে মহাসমাবেশ সফল করতে চায় বিএনপি। দরের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাধা দিয়ে কখনও জনস্রোত আটকে রাখা যায় না। বাধা দিলে এটা ফুঁসে ওঠে। বিনা বাধায় কিন্তু যে কোনো জনসভা-মিছিল একটু পানসে পানসে লাগে। আর যখন বাধা আসে তখন গতি বেড়ে যায় একটু বেশিই।
তবে সরকারের কঠোর অবস্থান বা বাধা সৃষ্টি করা হলে কর্মসূচির ধরন বদলানোর চিন্তাও রয়েছে দলটির।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy