কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জের বিএনপি নেতা আপন গ্রেফতার।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সমর্থকদের হামলায় পুলিশ সদস্যদেরকে অত্যাচারের ঘটনার মূল হোতা বিএনপি নেতা আপন ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আপন ইসলাম কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাগনা শান্তিনগর এলাকার দ্বীন ইসলামের ছেলে। সে কালন্দি ইউনিয়ন যুব দলের যুগ্ন-আহবায়ক।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি সনাক্ত পর তথ্যপ্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানার এসআই অলোক কুমার দে’র ও এসআই রিয়াজ এএসআই আলামিন নেতৃত্বে পুলিশের একটি টিম আপন কে পটুয়াখালী জেলার গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে সেদিন হামলার ঘটনার সময় পরিহিত লাল রঙের শার্ট ও এ্যাশ কালারের প্যান্ট জব্দ করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা যুবদল সভাপতি, আসাদুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক রুবেলের নেতৃত্বে সেদিন মিছিলে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোবাশ্বেরা হাবীব খান
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান,প্রমুখ