নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে আজ রাত ১০টার ৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করে সেনাবাহিনীও।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে গত ৪ এপ্রিল রাজধানীর অন্যতম বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজার আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। এর এক কিলোমিটারের মধ্যে নবাবপুর এলাকা। সেচ যন্ত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের যান্ত্রিক ও বৈদ্যুতিক সরঞ্জামের পাইকারি বাজার হচ্ছে নবাবপুর রোড।