রিয়াদ হোসেন রুবেল, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাহগার “ ন্যায়কুঞ্জ” ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
রবিবার দুপুরে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।
এসময় এসময় রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সহ বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আদালত প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন এবং বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যে যত বড় পদে সরকারী চাকুরী করেন, তারা তত বড় সেবক। প্রতিটি মামলায় অন্তত ৫-৫জন করে লোককে আদালতে আসতে হয়। তাদের আদালতের বারান্দায় ঘুরতে হয়। তাদের বসবার বা তাদের জায়গা কোথায় তারা জানে না। প্রধানমন্ত্রী’র সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেই, এখন ন্যায়কুঞ্জ নির্মাণ করা হচ্ছে। আদালতে বিচারপ্রার্থীদের হয়রানী বন্ধে ও মামলা জট কমাতে আইনজীবিদের ভূমিকা রাখতে হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy