রাজশাহী ব্যুরো: রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৮ জন করোনা (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন আরও ১ জন। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত ১১২ জন রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৮ জন। মারা গেছে ৭৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪৫ জন।
এ তথ্য নিশ্চিত করে সোমবার (২৯ জুন) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁয় ৬৭ জন, জয়পুরহাটে ৪২ জন, বগুড়ায় ৬৯ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১৬ জন। তবে বিভাগের অপর জেলা নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি বলে তিনি জানান।
ডা. গোপেন্দ্রনাথ আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৫ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২ হাজার ৭৮২ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ৫৭১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নওগাঁয় ৪৫১ জন, নাটোরে ১৫৮ জন, জয়পুরহাটে ৩৬৬ জন, সিরাজগঞ্জে ৩৮৩ জন ও পাবনায় ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ৬ জেলায় মৃতের সংখ্যা ৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন নওগাঁয় ১ জন। করোনাভাইরাসে এখন পর্যন্ত রাজশাহীতে ৭ জন, নওগাঁয় ৬ জন, নাটোরে ১ জন, বগুড়ায় ৪৮ জন, সিরাজগঞ্জে ১ জন ও পাবনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগী মারা যায়নি।
আর গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ১১২ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪৫ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে রাজশাহীর ৬৮, চাঁপাইনবাবগঞ্জে ৬১ জন, নওগাঁয় ২১৪ জন, নাটোরে ৫৫ জন, জয়পুরহাট ১৩৭ জন, বগুড়ায় ৪৪৩ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ৪৯ জন।
ডা. গোপেন্দ্রনাথ আরো বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জরুরী প্রয়োজনে বের হলে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।