নিরেন দাস বিশেষ প্রতিনিধি:
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে জাল নোট ও ফেন্সিডিল ৩ জনকে আটক করেছে।
গত রোববার র্যাব-৫ এর সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের প্রেস ব্রিফিং এ জানানো হয়।
রাজশাহী জেলার চারঘাট থানার শিবপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ ওই এলাকার মোঃ বাদল মন্ডলের ছেলে মোঃ বাবলু মন্ডল (৩৫) কে আটক করা হয়েছে। এছাড়াও বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লক্ষ ১ হাজার ৫ শত জাল টাকাসহ বাগমারা থানার গোয়ালপাড়ার আফজাল এর ছেলে মোঃ ইমাম হাসান (২০) ও একুই থানার সূর্য পাড়া(দক্ষিনপাড়া) এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শিহাব আসলাম(২১) কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানা ও বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে দুটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy