আবুল হাশেমঃ
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে চব্বিশের রক্তস্নাত গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রকাশিত “২য় স্বাধীনতার শহীদ যারা” শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০টায় নগরীর নানকিং দরবার হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়া, ঢাকা প্রেসক্লাব মিলনায়তন থেকে অনলাইনে যুক্ত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মামুনুল হক।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া আরিফের বাবা আবেগাপ্লুত হয়ে বলেন, তার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু স্বপ্ন পূরণের আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এখনো তার রক্তের ন্যায়বিচার পাওয়া যায়নি। বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।
শহীদ মাহাফুজুর রহমানের বাবা মোঃ আব্দুল মান্নান বলেন, তার ছেলে ১০ম শ্রেণির ছাত্র ছিল, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার অপরাধ কী ছিল? শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এখনো এই হত্যার বিচার পাননি বলে অভিযোগ করেন।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা শহীদদের আত্মদানের গুরুত্ব তুলে ধরে বলেন, তাঁদের রক্তের মূল্য দিতে হবে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply