নাহিদ উল ইসলাম,
রাজশাহীতে বিমানযাত্রীর ব্যাগে মিলল ১৭ রাউন্ড গুলি
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নভোএয়ারের একটি ফ্লাইট যোগে ঢাকায় যাওয়ার সময় আভ্যন্তরীণ রুটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যাক্তির নাম বারি শাহ চৌধুরী (৪৫)। তিনি নওগাঁ জেলার ধামরহাট এলাকার মৃত আব্দুল কুদ্দুস শাহ চৌধুরীর ছেলে।
শাহ মখদুম বিমানবন্দরের দায়িত্বরত পুলিশের সাব-ইন্সপেক্টর উৎপল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধামরহাট এলাকার এক যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশে রাজশাহী বিমানবন্দরে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিমানবন্দর এপিপিএন চেকপোস্টে তার দেহ তল্লাশি করে ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।