প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২০, ৫:০২ পি.এম
রাজশাহীতে মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে মেসের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহবায়ক রাজু আহমেদের সভাপতিত্বে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহবায়ক হাসিবুল হাসান শান্ত, মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। তাদের ব্যবহার কখনও ভাল ছিল না। তবুও বিনয়ের সঙ্গে মেস ভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। অনেক মেসে মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকি দিয়েছে। তারা বলেন, ২ লাখ শিক্ষার্থীর জিনিসপত্র, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র মেসে রাখা আছে। কিন্তু মেস মলিকরা সব জিনিসপত্র ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে। বাবার বয়সী অভিভাবকদের কাছে এরকম ব্যবহার অপ্রত্যাশিত বলেও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে যৌক্তিক দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিটি মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy