রাজশাহী ব্যুরো: রাজশাহীতে স্বপন ইসলাম (২৮) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।
স্বপন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকার খলিলের ছেলে। তিনি ঢাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
আজ মঙ্গলবার সকালে কৃষ্টগঞ্জ এলাকার একটি সাঁকোর নিচে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে পুলিশ যায়।
ওসি বলেন, স্বপনের শরীরে আঘাতের লাল দাগ দেখা যাচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন দলকে ডাকা হয়েছে। তারা আসার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে সোমবার গভীর রাতের কোন এক সময় স্বপনের মরদেহ ফেলে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।