নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসূফপুর এলাকায় মোল্লাপাড়া র্যাব-৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অভিযান চালিয়ে ২ শত ৬৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আসামী মো. মিজান আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,এর সদস্যরা।
শনিবার (০৪ মার্চ) রাতে এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী-মো.মিজান আলী রাজশাহী চারঘাট থানার শ্রীখন্ডী মাস্টারপাড়া (আফজাল এর মোড়) এলাকার মো.রুপচাঁন আলীর ছেলে।
সিপিসি-৩, র্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিকে জানানো হয়,র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অভিযান চালিয়ে দিবাগত রাতে রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসূফপুর ইউনিয়নের শ্রখন্ডী মাস্টারপাড়া গ্রামস্থ আফজালের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর র্যাবের টিম পৌছালে ১ জন ব্যক্তি বস্তাসহ পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই মো.মিজান আলীকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে,ধৃত আসামী স্বীকার করেছে যে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলের ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে,উক্ত অভিযানে ২ শত ৬৩ বোতল ফেন্সিডিলসহ,১ টি মোবাইল, ২টি সীমকার্ড, নগদ ২০০০ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী মিজান আলীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy