প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ১১:৫৭ পি.এম
রাজশাহীর কেশরহাটে অধ্যক্ষ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
আবুল হাশেম:
রাজশাহী জেলার কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেশরহাটে বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকালে কেশরহাটে বিএনপির উদ্যোগে কেশরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন এর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে কেশরহাট পৌর বাজারের প্রাণকেন্দ্র (রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে) কাশেম মিষ্টান্ন ভান্ডারের সামনে আলোচনা সভায় বিএনপির নেতারা বলেন, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন কলেজের অ্যাডহক কমিটির (গভর্নিং বডির) সভাপতি পদে অনিয়ম করে বাগমারা উপজেলার কোন এক আইয়ুব আলীকে বসিয়েছে যা সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত। তারা আরো বলেন, মোহনপুর বা কেশরহাটে বিএনপির এমন কোন নেতা বা লোক ছিল না, যাকে কেশরহাট ডিগ্রী কলেজের অ্যাডহক কমিটির সভাপতি পদে বসানো যেত। তারা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এই অ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি দিতে হবে। এছাড়াও নেতারা অধ্যক্ষ গিয়াস উদ্দিন এর বিষয়ে নানা দুর্নীতির কথা তুলে ধরে বলেন, এই গিয়াস উদ্দিন অধ্যক্ষ কেশরহাট ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার পর থেকে একশতরও বেশি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দিয়েছে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে। আমরা অধ্যক্ষ গিয়াস উদ্দিনের অপসারণ চায়। বক্তব্যের একপর্যায়ে কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো বলেন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন সে মেধার মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হননি এবং এস.এস.সি. পাস করেছি কিনা সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-অর-রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্ছু রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের এবং শামসুজ্জোহা শাহিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, মোহনপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এবং সদস্য সচিব রুবেল হোসেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইকবাল হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আরম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা ফিরোজ মাহমুদ পলাশ, কৃষক দলের আহ্বায়ক স্বর্ণকার আব্দুর রহিম, সদস্য সচিব বুলবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, ছাত্রদলের আহ্বায়ক শফিউল আলম সুইট, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহাগ, পৌর বিএনপি নেতা হারুনুর রশিদ দুলাল, শামসুল আলম, গোলাম রাব্বানী, রায়হানসহ আরো অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy