তানজিলা মীর নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের জমির মাঠে একটি আলুর ক্ষেতে প্রশিক্ষণ বিমান জরুরী অবতরণ করেছেন। যান্ত্রিক ক্রুটির কারণে আজ মঙ্গলবার আনুমানিক বেলা ২:৩০ মিনিটের দিকে এস টু এ জিজি প্রশিক্ষণ বিমানটি জরুরী অবতরণের সময় আচড়ে পড়ে।
এ সময় বিমানটি উল্টে গিয়ে দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় বলে জানা গেছে। শিক্ষানবিশ পাইলট নাহিদ ও মাহফুজ রহমান টেনার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
খবর পেয়ে দমকল কর্মী ও পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। অবতরণের সময় বিমানের সামনের চাকা ভেঙ্গে গিয়ে উল্টে যায় বলে দমকল কর্মী ও তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল জানিয়েছেন।
স্থানীয় প্রতিনিধি তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না ও তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে এই বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষের ঢল নামে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy