আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে:
আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহর সৃষ্টির শেষ নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে পাঁচ পুত্রসন্তানের জন্ম দিলেন নওগাঁর আত্রাইয়ের মেয়ে মেরিনা খাতুন (২৮) নামের এক মা। জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে। বিষয়টির খবর পেয়ে আত্রাইয়ে টক অফ দ্যা কান্টিতে পরিনত হয়েছে।
গতবুধবার দুপুর একটার দিকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন। ৫ পুত্রসন্তান জন্মদেওয়া মেরিনা আত্রাই উপজেলার তিলাবদুরী গ্রামের আব্দুর রহমান মেয়ে এবং নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামের মালেয়শিয়া প্রবাসী আবদুল মজিদের স্ত্রী। তবে আবদুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি দেন।এর আগেও তিনি দুইবারে দুটি কন্যাসন্তান জন্ম দেন। এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি।
এদিকে সুত্রে জানান, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেছেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তাঁর স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসেন। এরপর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা স্বাভাবিক দেখে তাঁকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতক বের করা হয়। এ সময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রামেক হাসপাতালে এই প্রথম ৫টি সন্তান এক সঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। ৫টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..