নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ঘুষ,দুর্নীতিসহ দালাল মুক্ত থানা গড়া ও সকল প্রকার অপরাধ দমনের পাশাপাশি দিনরাত নিরলস ভাবে কাজ করে জয়পুরহাট সদর উপজেলাবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে বৃহত্তর রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়ে ডিআইজির নিকট থেকে সন্মাননা স্বীকৃতি পেলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল রুমে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল বাতেন-বিপিএম-পিপিএম,এর সভাপতিত্বে, গত আগস্ট-২০২১ মাসের রাজশাহী রেঞ্জের অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরির রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ বাহিনীর ২২ জন পুলিশ অফিসার কেও বিভিন্ন সনদে পুরস্কৃত করেন ডিআইজি আব্দুল বাতেন।
উক্ত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ"অফিসার ইনচার্জ"হিসেবে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ.কে.এম আলমগীর জাহান কে স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদান করেন ডিআইজি আব্দুল বাতেন-বিপিএম-পিপিএম। রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আব্দুল বাতেন, বিপিএম-পিপিএম'র কাছ থেকে জয়পুরহাট জেলার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম আলমগীর জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ“অফিসার ইনচার্জ” হিসেবে স্বীকৃতি ও সম্মাননা স্মারক সন্মানের সহিত তিনিও গ্রহণ করেন।
জয়পুরহাট সদর থানার ওসি কে ডিআইজির প্রদানকৃত স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদানকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা-পিপিএম-সেবা।
এছাড়াও আগস্ট-২০২১ মাসে জয়পুরহাট জেলায় ক্লুলেস মামলার মূল রহস্য উদঘাটন এবং সংঘটিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য জয়পুরহাট জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন,সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই হাবিবুর রহমান,জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই আমিরুল ইসলামকে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুর বাতেন তাদেরকেও বিশেষ পুরষ্কার প্রদান করেন।
এই প্রথম বৃহত্তর রাজশাহী রেঞ্জের কোন সৎ,পরিশ্রমী দুর্নীতি মুক্ত পর-উপকারি গ্রহণযোগ্য ওসি হিসেবে সুনাম অর্জন করাই জয়পুরহাট জেলা বাসী জয়পুরহাট সদর (ওসি) এ.কে.এম আলমগীর জাহান কে অভিনন্দন জানিয়ে আসছেন।