কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিরাজ মিয়া (৬১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে আমিন বাজার নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালক সিরাজ মিয়া উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ভ্যানচালক সিরাজ মিয়া কুড়িগ্রাম শহরে কাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় আমিন বাজার এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক সজোরে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তার ভ্যানটি। ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের প্রতিবাদের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।