Surjodoy.com
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বর্ষাকালে ভারী বৃষ্টি বর্ষণের ফলে তিস্তার ভাটি অঞ্চলে পানি বৃদ্ধি পায় এবং খর স্রোতের কারনে তিস্তার এই ভাঙ্গন দেখা যায়।প্রতিবছর বর্ষাকাল এলে তিস্তার ভাঙ্গনে শত শত মানুষের ভিটেমাটি হারাতে হয়।
The Daily surjodoy
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন রাক্ষুসে তিস্তার করাল গ্রাসে আমাদের ভিটেমাটি নদীতে চলে যাচ্ছে তবুও পানি উন্নয়ন বোর্ডের দেখা পাওয়া যায় না।তাই মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
The Daily surjodoy
মানববন্ধনে বক্তব্য রাখেন ,সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক, সদস্য মোশাররফ হোসেম, গোলজার হোসেন ও মাসুদ রানা।বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত তিস্তানদীর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। সেই সাথে ইতিমধ্যে যাদের ঘরবাড়ি নদীতে চলে গেছে তাদের পুনঃবাসনের জোর দাবী জানান।
Leave a Reply