উড়তে থাকা আটালান্টাকে নিজেদের জায়গা চেনালো রিয়াল মাদ্রিদ। গতরাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে আটালান্টাকে।
চলতি মৌসুমে আটালান্টা একের পর এক ম্যাচে জিতেই চলছে। তবে কেবলই জয় নয়, তারা প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাতেই যেন ওস্তাদ।
তাই ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদ যখন তাদের বিপক্ষে খেলতে যায় তখনই অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল এই ম্যাচে রিয়াল কত গোল খাবে সেটা নিয়ে।
কিন্তু ম্যাচে হয়েছে উল্টোটা। রিয়ালের জমাট ডিফেন্স আর দুর্দান্ত মাঝমাঠের কারণে আটালান্টা রিয়ালের বিপক্ষে অন টার্গেটে কোন শটই নিতে পারেনি।
মাত্র ৩১ শতাংশ বল দখলে রেখে খেলতে পেরেছিল আটালান্ট। শট নিয়েছিল মাত্র ২টি যা ছিল অফ টার্গেটে। বিপরীতে রিয়াল মাদ্রিদ ম্যাচে আধিপত্য বিস্তার করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় আবার ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ গুলো হারিয়েছে।
তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি তাদের। ম্যাচের ৮৭ মিনিটে মেন্ডি গোল করে এগিয়ে দেন রিয়ালকে এবং সেটাই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক গোল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy