মাদারীপুরের রাজৈরে ডাকাত দলের সরদার উজ্জ্বল শেখের (৪৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব হাসানকান্দি থেকে উদ্ধার করা হয়। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের আমির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে ভোটঘর থেকে হাসানকান্দি রাস্তার পাশে লাশটি দেখতে পায় পথচারীরা। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এছাড়া তার নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনসহ ১৪-১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শনকারী এস.আই আবুল কালাম আজাদ জানান, প্রায় সপ্তাহখানেক আগে টাঙ্গাইলের শখীপুর থেকে ৬২ লক্ষ টাকা ডাকাতি করেছে উজ্জ্বল ও তার লোকেরা। ওই টাকা ভাগাভাগি নিয়েই এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy