রংপুর প্রতিনিধি:
মহান বিজয় দিবসের মাস ডিসেম্বর বুধবার সকালে রংপুর নগরীর সাতমাথায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি, এম.পি কে ফুলেল শুভেচ্ছো জানানো হয়। বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি, এম.পি. কে শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থাগার ও অনুষ্ঠানের সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ সাজ্জাদ হোসেন ডাবলু, গণ গ্রন্থাগারের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আ. হাকিম সরদার, রংপুর বিভাগীয় গণ গ্রন্থাগারের প্রতিনিধি আ. রউফ, মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ও.সি শেখ রোকনুজ্জামান, গণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ বাচ্চু মিয়া। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি, এম.পিকে সম্মাননা স্মারক প্রদান করেন দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, পীরগাছা প্রেস ক্লাবের উপদেষ্টা ও পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শাহ মো. শাহেদ ফারুক, সাতমাথা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর, মালেক নিয়াজ আরজু, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, বাবলু নাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মহানগর আওয়ামী লীগের সদস্য, আলমগীর হোসেন চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক, আবু শাহাদত শাওন, কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নুর আলম, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা সুফিয়া বেগম, খাসবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, আজিজা বেগম, পারুল ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, মজনু মিয়া, শাহ আব্দুর রাজ্জাক স্মৃতি গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক, নবাব আলী নবাব, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক সাবু, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষায়ক সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক, হারুন অর রশিদ, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শাহ সাফায়েত জামিল, সজিব ওয়াজেদ জয় পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাফর ইকবাল, পীরগাছা উপজেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি, শাহ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পীরগাছা উপজেলার ৮নং কৈকুড়ী ইউনিয়নের সজিব ওয়াজেদ জয় পরিষদের, সভাপতি লিয়াকত আলী লেবু, ৩০নং ওয়ার্ড যুব লীগের সভাপতি শেখ শহিদ, যুগ্ম সম্পাদক সাদেক প্রামানিক, সংগঠনের অর্থ সম্পাদক ও হাজী এমারত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান খাজা, আ. বারেক, হারুন অর রশিদ বাবু, নিয়মিত পাঠক শাহানা আক্তার শান্তা প্রমূখ উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি, এম.পি বলেন, শাহ আব্দুর রাজ্জাক ভাই ছিলেন একজন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, গণ পরিষদের সদস্য ও আমার রাজনীতি গুরু, আমি তার সহযোগিতায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। তাঁর দিক নির্দেশনায় আজ আমি আপনাদের বাণিজ্য মন্ত্রী, আমি রাজ্জাক ভাইয়ের কাছে ঋণী