কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে চলতি মৌসুমে সরকারীভাবে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন এমপি আনোয়ার হোসেন হেলাল ।
রাণীনগর খাদ্য বিভাগের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম,খাদ্য গুদাম কর্মকর্তা তারিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন ।
খাদ্য বিভাগ সুত্র জানায়,চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে ১৯০ মেট্রিকটন গম ক্রয় করা হবে। প্রতিজন কৃষক তিন মেট্রিকটন পর্যন্ত গম সরবরাহ করতে পারবেন। ১৯ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা
Leave a Reply