রাণীনগরে করোনায় আরো একজনের মৃত্যু!
কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধি :
Facebook Twitter share
নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সহিদা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । সহিদা উপজেলার কাটরাশাইন গ্রামের মৃত আয়েত আলীর স্ত্রী। এর আগে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাণীনগর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেল চারজন ।
Surjodoy.com
রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডা: এএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন,গত শনিবার অ্যান্টিজেন টেস্টে করান সহিদা বেওয়া। ওই দিনই পরীক্ষা শেষে তার শরীরে করোনা সংক্রমন ধরা পরে। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
The Daily surjodoy
রবিবার সকালে আরো অসুস্থ্য হয়ে পরলে রাণীনগর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । রাতেই স্বাস্থ্য বিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়।
The Daily surjodoy
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র আরো জানায়,রাণীনগর উপজেলায় এপর্যন্ত ১২১ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পরে। এর মধ্যে ৮৩ জন সুস্থ্য হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৩৪ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
The Daily surjodoy
এর মধ্যে গত বছরে একজন এবং চলতি বছরের ২৭ মে একজন ভেটেরিনারী চিকিৎসক, ৩ জুন একজন প্রবীন শিক্ষক এবং সব শেষ ১৩ জুন সন্ধ্যায় সহিদা নামে এই বৃদ্ধার মৃত্যু হলো।#
Leave a Reply