রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত
কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধি :
Facebook Twitter share
নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে মুসা কাজী (২) নামে এক শিশু সন্তান নিহত হয়েছে। বুধবার রাত অনুমান সাড়ে ৮টা নাগাত এমৃত্যুর ঘটনা ঘটে। মুসা উপজেলার সিম্বা ফকির পাড়া গ্রামের সুমন কাজীর ছেলে।
Surjodoy.com
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ নিহতের পরিবারের বরাদ দিয়ে বলেন, বুধবার রাতে পরিবারের লোকজন খাবার খাচ্ছিল। এসময় শিশু মুসা কাজী ঘরের মধ্যে গিয়ে বিদ্যুতের মাল্টি ফ্লাগে হাত দিলে গুরুতর আহত হয়।
The Daily surjodoy
সাথে সাথে তাকে রাণীনগর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় সাধারণ ডায়েরী মূলে একটি ইউডি মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply