কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
এই প্রথম একজন নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নওগাঁর রাণীনগর উপজেলার সদর ১নং খট্রেশ্বর ইউনিয়নে। দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী চন্দনা সারমিন রুমকি খট্রেশ্বর ইউনিয়ন থেকে। তিনি নয়া দিগন্তকে বলেন, স্বামীর স্বপ্ন পুরন, জনগনের জীবন-মান ও ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়নের কাজ করবেন। চন্দনা সারমিন রুমকি উপজেলার রাজাপুর গ্রামের যুবলীগ নেতা মরহুম গোলাম মোস্তফার স্ত্রী। সদ্য নির্বাচিত রুমকি বলেন, তার স্বামী গোলাম মোস্তফা ছিলেন রাণীনগর উপজেলা যুবলীগ নেতা। রুমকির ভাসুর বর্তমান এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল ছিলেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এমপি আনোয়ার হোসেন হেলাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর গত উপ-নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি নির্বাচিত হয়েছেন। স্বামী গোলাম মোস্তফা দুইবার ইউনিয়ন পরিষদে চেয়াম্যান পদে নির্বাচন করেছেন। গত ২০১৯ সালের ২০ ফ্রেব্রুয়ারী হঠাৎ করে মারা যান গোলাম মোস্তফা । তারপর থেকেই স্বামীর স্বপ্ন পুরনের লক্ষে গৃহ থেকে বাহিরে আসেন এবং স্বামীর ন্যায় রাজনীতির ময়দানে পা রাখেন। অবশেষে জনগনের দাবির প্রেক্ষিতে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চাইলে দল থেকে মনোনিত করে নৌকা প্রতিক নেয়া হয় তাকে। নির্বাচনে খট্রেশ্বর ইউনিয়নে রুমকির প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী (স্বতন্ত্র ) প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক এবং বিএনপি’র (স্বতন্ত্র ) প্রার্থী ফরহাদ মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করেন। বৃহস্পতিবারের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ মন্ডলকে ১০ হাজার ৩৪২ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন চন্দনা সারমিন রুমকি। তিনি আরো বলেন, তার স্বামী গোলাম মোস্তফার স্বপ্ন ছিল অত্র ইউনিয়নের জনগনের ভাগ্য ও জীবন মান উন্নয়নে নিরলস কাজ করার এবং সেবা দেয়ার কিন্তু তার আগেই চলে গেলেন না ফেরার দেশে। তাই স্বামীর স্বপ্ন পুরণে সরকারী যত প্রকার সুযোগ-সুবিধা রয়েছে তা প্রাপ্পদের মধ্যে সম-বন্টন করা হবে এবং ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত এবং উন্নয়নের রোল মডেল হিসাবে দেশের মধ্যে একটি সেরা ইউনিয়ন উপহার দিতে সবার সার্বিক সহযোগীতা চান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy