কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
নওগাঁর রাণীনগরে মাদক মুক্ত সমাজ গড়তে আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নানা রকম চিরচেনা খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Surjodoy.com
“চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক হতে দুরে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়তে উপজেলার পারইল পূর্ব ফকিরপাড়া যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী গ্রামীন খেলা-ধুলা অনুষ্ঠিত হয়।
The Daily surjodoy
এসব খেলার মধ্যে হাড়ি ভাঙ্গা, ভারসাম্য দৌড়, চেয়ার খেলা, মোরগ যুদ্ধ খেলা, বালিশ খেলা, কলা গাছে উঠা, রসি টানাটানি, হাঁস খেলা ও চাচা আপন প্রাণ বাঁচা (বেলুন ফাটানো), ফুটবল খেলাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা গুলোতে গ্রামের নারী-পুরুষ সব বয়সের মানুষ অংশ গ্রহণ করেন। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে সোমবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy