কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবু বক্কর সিদ্দিকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ওয়ার্ডের বোদলা ফেলিগাছ তলার মোরে। এঘটনায় মঙ্গলবার সকালে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রার্থী আবু বক্কর সিদ্দিক জানান ফুটবল প্রতিক নিয়ে মেম্বার পদে নির্বাচন করছন। সোমবার সকাল থেকে দিনভর নির্বাচনী প্রচার শেষ করে রাতে যে যার মতো বাড়ীতে চলে যায়। রাতে একটি পক্ষের লোকজন ঈর্ষানিত্ব হয়ে আগুন দিয়ে পুরে দেয় আমার নির্বাচনী ক্যাম্পে ।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন,এঘটনায় প্রার্থী সিদ্দিকুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy