কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
রবিবার সকালে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন,রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: শহিদুল ইসলাম। এছাড়া রাণীনগর থানাপুলিশ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply