প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২১, ৬:১২ পি.এম
রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সুবীর দাস, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুর রশিদ খন্দকার (৫২)কে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সকালে সদরের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রশিদ উপজেলার পূর্ববালুভরা গ্রামের মৃত করিম খন্দকারের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান,গত ২০০৪ সালে গ্রেফতার রশিদের বিরুদ্ধে মামক মামলা দায়ের হয়।
এরপর দায়েরকৃত মামলায় গত ২০১৪ সালে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
সাজার পর থেকে রশিদ পলাতক ছিলো। দীর্ঘ প্রায় সাত বছর পর বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রশিদকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy