রাণীনগরে ১০ মামলায় ২৮শ’ টাকা জরিমানা
কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০টি মামলায় ২৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
আদালত সুত্র জানায়,করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বজায় ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে নামে উপজেলা প্রসাশন। এসময় রাণীনগর উপজেলা সদর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এতে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলায় ২৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে আহবান জানান।
Leave a Reply