রাণীনগর-আত্রাইয়ে আবারও ভূমিহীন পরিবার পাচ্ছে ‘স্বপ্ননীড়’
কাজী আনিছুর রহমান,রাণীনগর উপজেলা প্রতিনিধি :
Facebook Twitter share
মুজিববর্ষে উপহার হিসেবে দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগরে ৩৩ ও আত্রাইয়ে ১০ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সরকারি বাড়ী। বাড়ীগুলো আগামী ২০ জুন প্রধান মন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে হস্তান্তরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন -অর -রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায় প্রকল্প স্থান পরিদর্শন করে সন্তোষ্টি প্রকাশ করেছেন।
Surjodoy.com
জানা যায়, গৃহহীনদের গৃহের অভাব লাঘবে এবং তাদের মুখে হাঁসি ফোটাতে“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুযায়ী মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
The Daily surjodoy
উক্ত প্রকল্পের অধীনে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর তত্তাবধানে কাশিমপুর ইউনিয়নে কাশিমপুর পুকুর, একডালা ইউনিয়নের ডাকাহার ও মানিরপুকুর, বড়গাছা ইউনিয়নের লক্ষীকোলা নামক তিনটি ইউনিয়নে ৪টি স্থানে ৩৩ পরিবারের জন্য সরকারি জায়গাতে ঘর নির্মাণ করা হয়েছে।
The Daily surjodoy
জনপ্রতিনিধি, ভূমি এবং প্রকল্প অফিসের সমন্বয়ে তৈরিকৃত ঘড়গুলো আবেদনের প্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি এবং গৃহহীনদের মাঝে দেওয়ার কাজ সমাপ্ত করা হয়েছে।
The Daily surjodoy
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি পরিবারের জন্য দুই শতক জায়গার উপর দুটি চৌচালা বিশিষ্ট রঙ্গিন ঢেউ টিনের ঘড় তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট সেইসাথে বিদ্যুত সংযোগ ও পানির সুব্যবস্থা রয়েছে।
The Daily surjodoy
প্রতিটি বাড়ীর সামনে ফলজ এবং বনজ গাছের চারা লাগানো রয়েছে যা নওগাঁ জেলা প্রশাসক এর উদ্যোগে হয়েছে বলে জানান রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা । উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহার স্বরুপ এসব “
The Daily surjodoy
স্বপ্ননীড়” তৈরী করে দিচ্ছেন। সরকারের এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন এবং কোনো মানুষ যেন বাসগৃহ ছাড়া না থাকেন ।
The Daily surjodoy
আগামী ২০ জুন মুজিব শতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দ্বিতীয় পর্যায়ের ঘর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় রাণীনগর উপজেলা পরিষদ হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রাণীনগরে সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
The Daily surjodoy
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,
The Daily surjodoy
সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম মিলন ও শাহারুখ হোসেন আহাদ, সদস্য সাহাজুল ইসলাম, সুদর্শন কর্মকার, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রচার
The Daily surjodoy
সম্পাদক সাইদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য ছানোয়ার জাহান আল মামুন, আওরঙ্গজেব হোসেন রাব্বী সহ প্রেস ক্লাবের অনান্যরা।
এছাড়াও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে শাহাগোলা ইউনিয়নের রসুলপুর নামক স্থানে ১০ পরিবারের জন্য সরকারি জায়গাতে ঘড় নির্মাণ করা হয়েছে।
Leave a Reply