কামরুল হাসান মহানগর প্রতিনিধি,
রাতেই প্রকাশিত হবে রাবির ‘এ’ ইউনিটের ফল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ফল আজ রাতেই প্রকাশিত হবে।
রোববার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক।
তিনি বলেন, আমরা রেজাল্ট তৈরি করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে পাঠিয়ে দিয়েছি। আজ রাতেই তারা ফলাফল প্রকাশ করবে।
এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আজ রাত ১০ টা বা সাড়ে ১০টার দিকে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি। আশা করছি আজ রাতেই প্রকাশ করতে পারবো।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনটি শিফটে ৪৩ হাজার ৫৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষা দেয় ৩৬ হাজার ৪১৮ জন। এই ইউনিটে মোট আসন রয়েছে ২০১৯ টি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy