সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই প্রথম টেস্ট ম্যাচে খেলেননি রুট। ফলে সহ অধিনায়ক স্টোকসের ঘাড়েই সব দায়িত্ব বর্তায়। নতুন অভিজ্ঞতার প্রথম ম্যাচ শেষে এই ইংলিশ অলরাউন্ডার বুঝেছেন, অধিনায়কত্ব করা খুব একটা সহজ কাজ নয়।
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ব্যাট-বল দুই দিকেই সমানতালে পারফর্ম করেছেন স্টোকস। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে ৮৯ রান করার পাশাপাশি শিকার করেছেন ৬টি উইকেট। তবে ম্যাচ হারতে পারেন এমন শংকায় শেষ দিনের আগের রাতে তার চোখে ঘুম আসেনি।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে দেয়া বক্তব্যে এসব জানিয়েছেন স্টোকস। তিনি বলেন, ‘কাল রাতে (টেস্টের শেষদিনের আগের রাতে) সত্যি বলতে একফোঁটাও ঘুমাতে পারিনি। দল ভালো অবস্থায় ছিল না। আমি জানতাম এখান থেকে ম্যাচ বের করে আনা খুব কঠিন হবে। এখন আমি বুঝতে পারছি কেন অধিনায়করা ম্যাচ চলাকালীন সময়ে ঘুমাতে পারে না।’
পরের টেস্টেই ফিরবেন জো রুট। দ্রুত তাকে দলে পাওয়ার আশা জানিয়ে স্টোকস বলেন, ‘রুট এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটসম্যান। দলে ওকে অনেক দরকার। আর ক্যাপ্টেন্সিতে তো অবশ্যই প্রয়োজন। ও তাড়াতাড়ি ফিরুক এটাই আমি চাই।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy