প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ১০:২৪ এ.এম
রাত্রীবেলাও উঠান বৈঠকে কুড়িগ্রাম সদর থানা পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা'র নির্দেশনায় মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টায় কুড়িগ্রাম সদরের হরিজন পল্লী (পাওয়ার হাউজপাড়া) এলাকায় প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে মাদক বিরোধী বিট পুলিশিং উঠান বৈঠক করেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান শাহরিয়ার।
উঠান বৈঠকে মাদকের কুফল, ভয়াবহতা, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল,৫নং ওয়ার্ড কাউন্সিলর হারুনুজ্জামান হারুন, সদর থানার এসআই প্রলয় কুমার বর্মা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy