প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২১, ৬:২৩ পি.এম
রাত পোহালেই আক্কেলপুর পৌরসভা নির্বাচন
নিরেন দাস,জয়পুরহাটঃ-
রাত পোহালেই জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি ) জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভোটের দিন সকালে আক্কেলপুর পৌরসভায় প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ইভিএম মেশিন পাঠানো হয়েছে। ইভিএম ছাড়াও ভোটগ্রহণের সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র অনুযায়ী প্রিজাইডিং ও পোলিং নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোটগ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮ টা থেকে।
নির্বাচনে দুই প্লাটুন বিজিবি, পুলিশের তিনটি মোবাইল টিম ও ছয় ব্যাটালিয়ন পুলিশের টিম থাকবে। প্রতিটি কেন্দ্রেই থাকছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে সার্বিক মনিটরিং করবেন। প্রতিটি কেন্দ্র ৭ জন পুলিশ, ১০ জন আনসার সদস্য পাশাপাশি র্যাব বাহিনার টহল থাকবে। আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীর পাশাপাশি ৩৫ জন পুরুষ কাউন্সিলর ও ১৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা নির্বাচনে মোট ৯ টি কেন্দ্রে ৭ টি বুথে ভোট গ্রহণ করা হবে।
পৌরসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৯১ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৩২৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১০ হাজার ৬৬ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy