দিলনাজ খালেক, চট্টগ্রাম
রাত পোহালেই শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানে পরীক্ষায় এবার চট্টগ্রাম থেকে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।
এবার ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। গতবার এবারের চেয়ে ৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থী কম অংশ নিয়েছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৮ হাজার ২৭০ ও ছাত্রী ৮৬ হাজার ৪৯৯ জন। তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ৩৪ হাজার ৩২ জন। মানবিক থেকে ৫৯ হাজার ৫৩৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ৩০ হাজার ৩৭১ জন, মানবিক থেকে ৫৯ হাজার ১৩৭ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দেয় ৬০ হাজার ২০৪ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহত্তর চট্টগ্রামের ১০৭ প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার ছাত্র-ছাত্রী মিলিয়ে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৬ হাজার ৮৮৫, কক্সবাজারে ২৪ হাজার ৩৩০, রাঙামাটিতে ৮ হাজার ৭৪২, খাগড়াছড়িতে ৯ হাজার ৮৬৬ জন ও বান্দরবান জেলায় ৪ হাজার ৯৫৪ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy