আশিফুজ্জামান সারাফাত (চট্টগ্রাম) :
'রান বাংলাদেশ' এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২৪ ফেব্রুয়ারি ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক "সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতা ২০২৩" অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে সকাল ১০:০০ টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি সাবেক চাকসু ভিপি জনাব মাজহারুল হক শাহ , বাংলাদেশ নৌবাহিনীর কমোডর জনাব শাহনেওয়াজ কবির, চবি সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া, হাসান মুহাম্মদ রোমান, এম তারিকুল ইসলাম জুয়েল,সভাপতি অদম্য আগামী।বিশিষ্ট চলচিত্রকার জনাব রিফাত মোস্তফা, রান বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ ইমতিয়াজ আহমেদ, প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর জনাব এম এ আশেক চৌধুরী আপন। এছাড়া ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতায় নারীদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের দৌড়বিদ স্টিফেন চেসম্যান তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দেশি বিদেশি দৌড়বিদ সহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। একইসাথে আন্তর্জাতিক এ দৌড় প্রতিযোগিতা আয়োজনের ও এবং ভেন্যু হিসেবে চবিকে বেছে নেওয়ার জন্য আয়োজকবৃন্দ কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সুস্থ শরীর এবং সুন্দর মনের জন্য শরীরচর্চা ও খেলাধুলা অপরিহার্য। মাননীয় উপাচার্য আরও বলেন, সকল শ্রেণি এবং পেশার মানুষ নিয়মিত হাঁটা, শরীরচর্চা ইত্যাদি অব্যাহত রাখলে শরীর যেমন ভালো থাকে তেমনি রোগ-ব্যাধি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যায়। মাননীয় উপাচার্য সুস্বাস্থ্যের জন্য সকলকে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।
উল্লেখ্য যে , সকাল ৬:০০ টা থেকে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় ১২ টি দেশের মোট ৬৫০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন যাদের মধ্যে ২২ জন ছিলেন বিদেশী। পরে মাননীয় উপাচার্য বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরুষদের ২৫ কি.মি. দৌড় প্রতিযোগিতায় খন্দকার কিবরিয়া চ্যাম্পিয়ন ও নারীদের মধ্যে সুইজারল্যান্ডের দৌড়বিদ স্টিফেন চেসম্যান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এই প্রতিযোগিতায় ১০ কি.মি.ও ৫ কি.মি. দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy