হাজী মোক্তার হোসেন নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিত ছিলো ৬৮ শতাংশ শিক্ষার্থী।
শনিবার বিকেলে রাবির জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২ হাজার ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় বসে ৮ হাজার ২০৬ ভর্তিচ্ছু। উপস্থিতির হার ৬৮.৫৪ শতাংশ।
প্রসঙ্গত, প্রথম বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সাতটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নিচ্ছে। সে সুবাদে রাজশাহী বিভাগের আঞ্চলিক কেন্দ্র করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy